সময়মতো পিরিয়ড হচ্ছে মানে আপনার হরমোন কিংবা শরীরের সবকিছু ঠিকঠাক আছে। তবে শঙ্কায় পড়তে হয় যখন এটি অনিয়মিত হয়ে যায়। কিন্তু কোন কারণ ছাড়াতো আর অনিয়মিত হয় না। হঠাৎ পিরিয়ড বন্ধ হয়ে গেলে এর কারণ দেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যেকোনও নারীর জন্য গড় পিরিয়ড চক্র ২৮ দিন। পিরিয়ডের অনিয়মিত চক্র হিসেবে ধরা হয় ২১ দিনের কম কিংবা ৩৫ দিনের বেশি। অনিয়মিত পিরিয়ড নারীদের প্রজনন ক্ষমতার উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে।
৪০-র কম বয়সী কোনও নারীর যদি অনিয়মিত পিরিয়ড হয়, তাহলে নিঃসন্দেহে চিন্তার কারণ। আবার কোনও নারীর যদি সাত দিনের বেশি পিরিয়ড হয়, সেটিও চিন্তার বিষয়।