বর্ডার গার্ড বিজিবির সদর দপ্তর, যশোর রিজিয়ন সদর দপ্তর এবং সেক্টর সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী আজ ১৩ ডিসেম্বর কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি সার্বিক ব্যবস্থাপনায় উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া মাঠে গরীব দুঃস্থ ও শীতার্তদের মাঝে ১০০টি শীতের কম্বল বিতরণ করেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ পিএসসি।
এছাড়া কম্বল বিতরনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ শেষে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন কর্নেল মাহবুব মোর্শেদ পিএসসি সীমান্তবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা সবাই বাংলাদেশের নাগরিক নতুন বাংলাদেশ গড়তে মাদককে না বলুন। সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূলে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সব সময় আপনাদের পাশে আছে।