ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বোমা মেরে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি

  • সুইটি আহামেদ
  • আপডেট সময় : ১১:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

এবার ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে! ব্যাংকটির গভর্নরের কাছে ইমেইলে এই হুমকি বার্তা পাঠানো হয়। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। তার মধ্যেই বৃহস্পতিবার তার সরকারি মেল আইডি-তে ওই হুমকি-বার্তা যায়। রুশ ভাষায় লেখা হয়েছিল ইমেইলটি।

এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যেই অজ্ঞাত ইমেল প্রেরকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের এর কর্মকর্তা বলেন, “মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল এসেছে। মাতা রমাবাই মার্গ থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।” পুলিশ সূত্রে খবর, ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে, এর নেপথ্যে কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি-ফোন যায়। ফোনের ও পাড়ে থাকা ব্যক্তি নিজেকে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ বলে পরিচয় দেন। যদিও সেই ঘটনার তদন্তে নেমে উল্লেখযোগ্য কিছুই পায়নি মুম্বাই পুলিশ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই দেশের শীর্ষ ব্যাংকের ২৬তম প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা মালহোত্রা। তিনি গত ছয় বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান

বোমা মেরে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি

আপডেট সময় : ১১:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

এবার ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে! ব্যাংকটির গভর্নরের কাছে ইমেইলে এই হুমকি বার্তা পাঠানো হয়। রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। তার মধ্যেই বৃহস্পতিবার তার সরকারি মেল আইডি-তে ওই হুমকি-বার্তা যায়। রুশ ভাষায় লেখা হয়েছিল ইমেইলটি।

এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যেই অজ্ঞাত ইমেল প্রেরকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের এর কর্মকর্তা বলেন, “মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল এসেছে। মাতা রমাবাই মার্গ থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।” পুলিশ সূত্রে খবর, ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে, এর নেপথ্যে কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে হুমকি-ফোন যায়। ফোনের ও পাড়ে থাকা ব্যক্তি নিজেকে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ‘সিইও’ বলে পরিচয় দেন। যদিও সেই ঘটনার তদন্তে নেমে উল্লেখযোগ্য কিছুই পায়নি মুম্বাই পুলিশ।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই দেশের শীর্ষ ব্যাংকের ২৬তম প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা মালহোত্রা। তিনি গত ছয় বছর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে থাকা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হন।