শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্ বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি
আপলোড সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুসলিম হেলফেন জার্মানীর অর্থায়নে সোশ্যাল এইড বাংলাদেশের বাস্তবায়নে আরশী নগর বাংলাদেশের আয়োজনে এ শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোশ্যাল এইড লালমনিরহাটের জেলা সমন্বয়কারী ও আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম, সোশ্যাল এইড ঢাকার প্রোগ্রাম অফিসার আলী রাহাত, সোশ্যাল এইড ঢাকার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাঃ বাবুল আকতার। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবিরসহ আরশী নগর বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, কদমতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সুবিধা ভোগী মানুষজন উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে কয়েকজন সুবিধা ভোগী খুশিতে বলেন, গত কদিন থেকে যে ঠান্ডা ব্যাহে কম্বল ও চাদর দিয়ে হামাক খুব উপকার করলেন।

এ বিষয়ে জানতে সোশ্যাল এইড ঢাকার প্রোগ্রাম অফিসার আলী রাহাত বলেন, আমরা উত্তর অঞ্চলের লালমনিরহাট সদরে সাতশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। যেহেতু এই এলাকায় পানিতে প্রচুর আয়রণ তাই সুপেয় পানিসহ অন্যান্য বিষয়ের জন্য কাজ করতে চাই।

সোশ্যাল এইড লালমনিরহাটের জেলা সমন্বয়কারী ও আরশী নগর বাংলাদেশের নির্বাহী পরিচালক বাদশা আলম বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি শীত পড়ে এই অঞ্চলে আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সাতশত পরিবারের মাঝে কম্বল ও গায়ের চাদরের ব্যবস্থা করতে পেরেছি। আমি যাদের মাধ্যমে পেয়েছি তারাও জার্মানী থেকে সংগ্রহ করেছে, আগামীতে এমন কাজ চলমান থাকবে।

উল্লেখ্য যে, লালমনিরহাটের বড়বাড়ী, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর, কুলাঘাট, রাজপুর, হারাটি, খুনিয়াগাছ, গোকুন্ডা ও লালমনিরহাট পৌরসভার সাতশতজন সুবিধাবঞ্চিত শীতার্ত প্রত্যেকের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর