শিরোনাম
নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

যশোরে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

তাজউদ্দীন আহম্মেদ বাঁধন, যশোর জেলা প্রতিনিধিঃ
আপলোড সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বর্তমানে কক্সবাজারের ইউনিটস আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী নারী। অভিযোগ উঠেছে, অভিযুক্তরা র‍্যাব-১০ এ দায়িত্ব পালনকালে এক ভুক্তভোগী ও তাঁর পরিবারের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন।

আজ বুধবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিউলি খাতুন। অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্যান্য আসামিরা হলেন- তৎকালীন র‍্যাব-১০ এর সুবেদার কাজী বদরুল আলম, পুলিশের পরিদর্শক মফিজুল আলম, এসআই আইয়ুব হোসেন, অশোক কুমার হালদার ও আনিছুর জামান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান।

মামলার বরাত দিয়ে এই আইনজীবী জানান, এএসপি ফখরুল হাসান র‍্যাব-১০ এ দায়িত্ব পালনকালে ২০২২ সালের ১৪ এপ্রিল ঝিকরগাছার কাশীপুর গ্রামের শাহজাহান ও তাঁর নবম শ্রেণি পড়ুয়া সন্তান রায়হান কবিরকে তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখেন। সেখানে দুই দিন ধরে বাবা-ছেলের ওপর অমানুষিক নির্যাতন চালান। ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান লিখে নেন ও চেকের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। সব হারিয়ে শাহজাহান মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৩ সালের ২০ জানুয়ারি মালয়েশিয়া চলে যান। কিন্তু আগের দিন ১৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এএসপি ফখরুল হাসান ক্ষমতার প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ থানায় শাহজাহানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে হয়রানিমূলক মামলা দায়ের করে। এতে প্রবাসে ফেরারি জীবন-যাপন করছেন শাহজাহান।

আইনজীবী আব্দুল্লাহ আল নোমান বলেন, ফখরুল হাসান বাদীর সম্পর্কে আত্মীয় হন। ক্ষমতার প্রভাব খাটিয়ে ফখরুল হাসান বাদীর জমি লিখে নেন। পরবর্তীতে বাদীর স্বামীর নামে যাত্রাবাড়ী থানায় অস্ত্র ডাকাতির মিথ্যা মামলা রেকর্ড করেন। তখন বাদীর স্বামী তাঁর বিরুদ্ধে কোনো মামলা করতে পারেননি। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় এখন তিনি মামলা দায়ের করলেন।

মামলার বাদী শিউলি খাতুন বলেন, ‘আমার স্বামী একজন সহজ-সরল মানুষ। তিনি পেশায় একজন কৃষক। কিন্তু পূর্ব শত্রুতার জেরে তার নামে তৎকালীন এএসপি ফখরুল হাসান যাত্রাবাড়ী থানায় মিথ্যা মামলা দায়ের করে। পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামী-সন্তান ঘরে আটকে রেখে মারধর করে জমি লিখে নেয়। কিছু টাকা পয়সা ছিল ব্যাংকে সেগুলো ব্লাংক চেক দিয়ে ব্যাক থেকে উঠায় নিছে। এরপর আমার স্বামী যখন ২০২৩ সালের ১৯ জানুয়ারি ঢাকায় যায় মালয়শিয়ার ফ্লাইট ধরার জন্য ঢাকায় যায়। এরপর ২০ তারিখের টিকিটে মালয়শিয়া চলে যায়। কিন্তু ১৯ জানুয়ারি রাত ৮টায় যাত্রাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ডাকাতি আইনে মামলা দায়ের করে ফখরুল। ওই সময় ফখরুল র‍্যাব-১০ এ কর্মরত ছিল। আর এই র‍্যাব ব্যাটালিয়ন-১০ এর কর্মকর্তারা বাদী হয়ে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে।মামলার বিবরণীতে জানা যায়।


এই বিভাগের আরও খবর