নাটোরের সিংড়ায় হাওয়া খাতুন (৮) নামে আট বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।এ ঘটনায় পুলিশ সৎ মা নুপুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু হাওয়া খাতুন (৮) উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে হাফিজুল ইসলাম পুকুর পাহারার কাজ করেন। পুকুর পাড়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ঘরে তিনি বসবাস করতেন। সোমবার সকালে সৎ মা নুপুর বেগম তার সতীনের আট বছরের মেয়ে হাওয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা নুপুর বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত শিশু হওয়া খাতুনের বড় আম্মু জুলেখা বেগম বলেন, নুপুর পাশের এলাকার এক ছেলের সাথে পরকীয়ায় আসক্ত ছিল তাদের একসাথে দেখতে পেয়েছিল হাওয়া বিষয়টি তার বাবা হাফিজুর কে বলে দেওয়ার কারনে মাঝে মাঝে শিশুটিকে মারধর করতো তার সৎ মা নুপুর এর আগেও অনেক ছেলের সঙ্গে সম্পর্ক করতো বলে জানান তিনি।
ওসি মো. আসমাউল হক বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।