লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী এলাকায় ইউক্যালিপটাস গাছ কেটে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর সাপটানার বাসিন্দা মোঃ সাজু মিয়া।
অভিযোগে জানা যায়, ৫ ডিসেম্বর রাতে সাজু মিয়ার জমির ১৭০টি ইউক্যালিপটাস গাছ কেটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়। সাজু মিয়া বলেন, জমিটি তার ব্যক্তিগত এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে ইউক্যালিপটাস গাছ রোপণ করে আসছিলেন। তিনি আরও দাবি করেন, মোঃ মোবারক আলী (৫০) এবং তার সাথে আরও ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ক্ষতিসাধন ঘটান।
ঘটনার বিষয়ে সাজু মিয়া জানান, ওই সময় তিনি তার জমির পাশের পুকুরে মাছ দেখাশোনা করছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান, মোবারক আলী ও তার সহযোগীরা গাছগুলো কেটে মাটিতে ফেলে দিচ্ছে। তাদের থামতে বললে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি স্থানীয় লোকজন ও ওয়ার্ড মেম্বারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ঘটনার সাক্ষী হিসেবে তিনি স্থানীয় দুই ব্যক্তি, মোঃ হামিদুল ইসলাম এবং মোঃ শিপু মিয়ার নাম উল্লেখ করেছেন। সাজু মিয়া অভিযোগে জানিয়েছেন যে, ১নং বিবাদী মোঃ মোবারক আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে সাজু মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা এস আই জুয়েল ইসলাম জানিয়েছেন, ওসি স্যার ছুটিতে গেছেন, এলেই তদন্তের কার্যক্রম শিগগিরই শুরু হবে।