নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭৯জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে ফরম পূরণের টাকা বিতরণ করা হয়েছে।
রূপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পক্ষ থেকে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়। রূপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস আইভী ফেরদৌস, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহসান হাবীব, রূপগঞ্জের পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা (ভুমি) উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ সাব রেজিষ্ট্রার খন্দকার গোলাম কবির, পূর্ব সাব রেজিষ্ট্রার মো. হানিফ, দলিল লেখক সমিতির সহসভাপতি আব্দুর রফিক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের ভবিষ্যত উজ্জল করতে প্রত্যেক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি লেখাপড়ায় তাদের খেয়াল রাখার আহ্বান জানান। এর আগে সাব রেজিষ্ট্রি অফিসের পক্ষ থেকে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা বিতরণ করা হয়েছে।