লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার।
রোববার( ০১ ডিসেম্বর ) সকাল ৯ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ.এম. রকিব হায়দার।
বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান।
খেলা প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে উদ্বোধনী খেলাটি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় আরো অংশ নিবেন লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলা। এ খেলার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চলতি মাসের ৯ ও১০ ডিসেম্বর এবং ফাইনাল খেলা হবে ১২ ডিসেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ সহ অনেকেই।