কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায়২৪০ গ্রাম ভারতীয় কোকেন এবং ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, গত ২৮ ও ২৯ নভেম্বর কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসির সার্বিক দিক নির্দেশনায় জেলার দৌলতপুরের উদয়নগর ও চরচিলমারী বিওপি কর্তৃক নিম্নোক্ত অভিযানের মাধ্যমে কোকেন এবং মহিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কোকেন ও মহিষের বিষয়ে দৌলতপুর থানায় জিডি এন্ট্রি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ক. ২৮ নভেম্বর কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন চরচিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা।
খ. ২৯ নভেম্বর দৌলতপুর চরচিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় আরও একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৫টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
গ. ২৯ নভেম্বর দৌলতপুরের উদয়নগর বিওপি’র সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ০.২৪০ কেজি × ৫০,০০,০০০/- = ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা।