ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সদরপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহবায়ক বাহলুল মাতুব্বর, উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন পেয়াদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তাগণ গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪ সালে সকল যুদ্ধবিগ্রহ, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি আন্দোলন সংগ্রামে নারীদেরও সহযোগিতা ছিলো উল্লেখযোগ্য। যুদ্ধ এখনও শেষ হয়নি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলমান রয়েছে। যে যুদ্ধের যোদ্ধা হিসেবে আজকের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে মুকাবেলা করতে হবে।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। পরে আন্দেলনে অংশ নেয়া আহতদের সম্মাননা প্রদান করা হয়।
স্মরণসভায় ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।