কর্ম সংস্থানসহ শিক্ষা ও চিকিৎসা সেবা প্রাপ্তির নিশ্চিয়তার লক্ষ্যে মানুষের শহরমুখী হওয়ার প্রবনতা বেড়েই চলছে, ফলশ্রুতিতে দ্রুত গতিতে এ শহর তথা রাজধানী ঢাকা শহরের জনসংখ্যা ক্রমেই বেড়েই চলছে।
ক্রমবর্ধমান এ জনসংখ্যার চাপে শহরে বসবাসরত সকল মানুষের সেবা নিশ্চিতকরনসহ জান-মালের নিরাপত্তা বিধান করা কঠিন হয়ে পড়ছে। ফায়ার সেফটি নিশ্চিকরনসহ যথোপযুক্ত আইন-কানুন ও নিয়মসহ না মেনে ভবন নির্মাণ ও ব্যবহার প্রবনতার কারণে অগ্নি দুর্ঘটনাসহ নানাবিধ দুর্ঘটনা ঘটছে।
অগ্নি দুর্ঘটনা হ্রাস, জনেসচেতনতা বৃদ্ধি ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করনের মাধ্যমে ঢাকা শহর -কে বাসযোগ্য, নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাবজোন -৫/২ এর আওতাধীন এলাকায় বিদ্যমান অনাবাসিক (শিল্প কারখানা, হাসপাতাল, মার্কেট, দোকান ইত্যাদি) ইমারত পরিদর্শনের লক্ষ্যে অথরাইজড অফিসার জনাব মোঃ ইলিয়াস এর নেতৃত্বে সাবজোনে কর্মরত সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণের সমন্বয়ে গত ১০/১১/২০২৪ তারিখ ফায়ার সেইফটিসহ অনান্য সেইফটি ইস্যু তদারকি করার জন্য ০২ টি পরিদর্শন টিম গঠন করা হয়। উল্লিখিত টিম বিগত ১১/১১/২০২৪ হতে ২৬/১১/২০২৪ তারিখ পর্যন্ত গ্রীণ রোড, পান্থপথ ও ধানমন্ডিস্হ এলাকার নিম্নোক্ত ১৫ টি ইমারত পরিদর্শন করেন।
(ক) ভিশন আই হসপিটাল, ২২৯, গ্রীণ রোড, ঢাকা নামীয় দুইটি বেসমেন্টসহ ১৪ তলা ইমারত। (খ) কমফোর্ট নার্সিং হোম (প্রাঃ) লিমিটেড, ১৬৭/বি, গ্রীণ রোড, ঢাকা নামীয় একটি ১০(দশ)তলা ইমারত। (গ) এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল, ৭০, গ্রীণ রোড, পান্থপথ সিগন্যাল সংলগ্ন, ঢাকা নামীয় একটি ১০(দশ)তলা ইমারত। (ঘ) বিআরবি হসপিটালস লিঃ, ৭৭/এ, ৭৭ পান্থপথ,ঢাকা নামীয় ১৫ (পনেরো) তলা ইমারত। (ঙ) হেলথ এন্ড হেলপ হাসপাতাল , ১৫২/২/জি, পান্থপথ, ঢাকা নামীয় ০৯ (নয়) তলা ইমারত। (চ) ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল, ২৬ গ্রীণরোড, ঢাকা নামীয় ১৪ (চৌদ্দ) তলা ইমারত। (ছ) ফিরোজ টাওয়ার, ১৫২/৩/বি, পান্থপথ, ঢাকা নামীয় ১৫ (পনেরো) তলা ইমারত। (জ) গ্রীণ লাইফ হাসপাতাল লিঃ,৩২, গ্রীণরোড, ঢাকা নামীয় ১৫ (পনেরো) তলা ইমারত। (ঝ) শমরিতা হাসপাতাল লিঃ, ৮৯/১, পান্থপথ, ঢাকা নামীয় ১২ (বারো) তলা ইমারত। (ঞ) নাভানা রিয়েল এস্টেট লিঃ০৬, পান্থপথ, কারওয়ান বাজার,ঢাকা নামীয় ১৭ (সতেরো) তলা ইমারত। (ট) গাউছিয়া টুইন পিক, ৪২,৪৩ (নতুন), সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা নামীয় ১৪ (চৌদ্দ) তলা ইমারত। (ঠ) কেবি স্কয়ার, ৭৩৬, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা নামীয় ১৪ (চৌদ্দ) তলা ইমারত। (ড) রুপায়ন জেডআর প্লাজা রোডঃ ৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা নামীয় ১৩ (তেরো) তলা ইমারত। (ণ) নাসিম স্কয়ার স্পেস, ২৭৫ (পুরাতন), ৪৬ (নতুন), রোডঃ ২৭ (পুরাতন), ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা নামীয় ১৩ (তেরো) তলা ইমারত। (ত) বাংলাদেশ আই হসপিটাল, ৭৮, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা নামীয় ১০ (দশ) তলা ইমারত।
অথরাইজড অফিসার-৫/২ জনাব মোঃ ইলিয়াস জানান যে পরিদর্শনকালে যে সকল ইমারতসমূহে ত্রুটি-বিচ্যুতি (রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি/এক্সিট গেট অংশ সঠিক ব্যবহার, ফায়ার সিড়ির বিভিন্ন তলায় প্রতিবন্ধকতা, ফায়ার ডোর, অগ্নি দুর্ঘটনায় দ্রুত ছাদে উঠা এবং নিচে নামার ব্যবস্থা ও ভবনের প্রতি ফ্লোর হতে ফায়ার সিড়িতে যাওয়ার সিম্বলিক চিহ্ন সংক্রান্ত তথ্যাদি) পরিলক্ষিত হয়, তা সংশোধনের জন্য মালিকগনকে পত্র মারফত অবহিত করা হয়েছে।