যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম ব্যাচের ইন্টার্ন সম্পন্ন করা বিদেশী নবীন চিকিৎসকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় ভারতীয় এসব নারী চিকিৎসককে ক্রেস্ট প্রদান, আবহমান বাংলার ঐতিহ্য শীতের পীঠা পুলি আপ্যায়ন ও প্রীতি ভোজের মাধ্যমে সংবর্ধিত করে যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে চিকিৎসকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া নার্সিং ছাত্রীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান।
নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস নাজমুন নাহার।
বক্তব্য প্রদানকালে তিনি নবীন চিকিৎসকদের, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে শিক্ষা, মানবতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জিত হয়েছে তা নিজেদের দেশে কাজে লাগানোর আহবান জানান।
তিনি আরও বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন স্বপ্ন দেখে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে অবদান রাখতে। সেই স্বপ্ন বাস্তবায়নে ০৭ ব্যাচের বিদেশী শিক্ষার্থীরাই হবে প্রথম সারির চিকিৎসক।
বক্তব্য রাখেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তাসমিয়া ইসলাম, নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোছা: মেহেরুন নেসা ও নার্সিং ইনস্ট্রাক্টর আলোমতি বেগম। সংবর্ধিত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ভারতের হায়দারাবাদ থেকে মেডিকেল পড়তে আসা শিক্ষার্থী ডা. মোমতাজ শরীফ।
নার্সিং ছাত্রীরা এসময় গান, কবিতা আবৃত্তি ও কৌতুক অভিনয় পরিবেশনের মাধ্যমে আনন্দ দেন তাদের।
উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ০৭ ব্যাচে দেশী শিক্ষার্থীদের পাশাপাশি প্রথম ৩১ (একত্রিশ) জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হন। তাদের মধ্যে ২৪ জন ভারতের কাশ্মির, পশ্চিমবাংলাসহ বিভিন্ন প্রদেশের। এছাড়া ৭ জন নেপাল থেকে এসেছিলেন। যাদের আগেই বিদায় সংবর্ধনা প্রদান করেছে নার্সিং ইনস্টিটিউট।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ৩য় বর্ষের জান্নাতুল ফেরদৌস ও ২য় বর্ষের ছাত্রী সুরাইয়া আক্তার ইভা।
পরে রাতে অ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস নাজমুন নাহার তার বাসায় শীতের পিঠা তৈরি এবং রান্না করে তাদের আপ্যায়ন করেন। সবাই সেখানে আনন্দঘন মুহূর্ত পার করেন। এ ধরনের আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসকরা।।