কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের ২৮৮ নং বাসার মৃত নূর উদ্দিনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ইকবাল বলেন ঘাতক বাসটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক হতে মোল্লা তেঘরিয়া মোড় অতিক্রম করে জেলখানা মোড় হতে পিটিআই রোডের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। নিহত সাইকেল আরোহী পাশের রাস্তা দিয়ে সাইকেলে আসছিল। হঠাৎ কুষ্টিয়া জেলখানা মোড় পৌঁছালেই ঘাতক বাস চালক সাইকেল আরোহীর উপর বাসটি চাপা দেন ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হন। পাশাপাশি বাস চালক উক্ত বাইসাইকেল টিকে অনেক দূর টেনে হেঁচড়ে নিয়ে যান। এলাকাবাসী ছুটে এসে বাসটিকে আটক করে কিন্তু বাস চালককে আটক করতে পারি নাই। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তায় ঘাতক বাসটিকে কুষ্টিয়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।