কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ। ১৭ নভেম্বর রবিবার বেলা ১২ টার সময় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়ায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পদ্মা পাড়ের মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
পদ্মা নদী ভাঙন থেকে রক্ষায় বাঁধ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধি ছাত্র আনদোলন দৌলতপুর উপজেলা শাখার সংগঠক পিয়াস ইবনে সানা ও রকি এর নেতৃত্ব ছাত্রনেতা রাজিজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এরপর এলাকাবাসী সমন্বয়ক নুসরাতের বাড়িতে অবস্থান করেন এবং এই বিষয়ে পদক্ষেপ নিতে তার বাবাকে অনুরোধ করে এলাকাবাসী।
মানববন্ধনে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকাবাসীরা জানান, পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পদ্মা নদী জনবসতি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে বর্তমানে বসতি কিনারে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি স্থাপনাসহ বসত বাড়ি ও ঘর। পদ্মার ভাঙ্গনে গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে কৃষকের শত শত বিঘা ফসলি জমি। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে আরো ফসলি জমিসহ বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন ভাঙ্গন অব্যাহত থাকায় ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ঘর বাড়িসহ সরকারি স্থাপনা রক্ষার জন্য স্থায়ীবাধ নির্মাণ জরুরী হয়ে পড়েছে। তাদের দাবী পদ্মা নদীর ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। মানববন্ধনে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো হাজার হাজার মানুষ অংশ নেয়।