ফরিদপুরের সদরপুরে খালের পানিতে ডুবে হালিমা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী গ্রামের খালে এ ঘটনা ঘটে। হালিমা একই গ্রামের মো: ফারুক মুন্সীর কন্যা। দুই ভাই বোনের মধ্যে হালিমা আক্তার পরিবারের ছোট মেয়ে।
আকোটের চর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে শিশু হালিমা হাটতে হাটতে সবার অগচরে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে হালিমার মৃতদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে কে মৃত ঘোষণা করেন।
রানা অর্ণব (ফরিদপুর) প্রতিনিধি 
























