শিরোনাম
কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’ বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন কোটালীপাড়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত কোরআনে বর্ণিত চার অজিফা অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে : উপদেষ্টা সালেহউদ্দিন হামলার কয়েকদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান সেই যুবক নারীরা যত বেশি স্বাবলম্বী হবে, দেশও তত উন্নত হবে : গভর্নর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশকে উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলকে উন্নত করতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত যে কারণে নিজের মেয়েকেই ‘চড়’ মারবেন রাবিনা!
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

নওগাঁয় তৃণমূল সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :
আপলোড সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

নওগাঁয় তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস) এর নামে নানান অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বেশকিছু ভুক্তভোগী।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সংস্থাটির নামে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরেন।এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, উক্ত সমিতিতে তারা দীর্ঘদিন ধরে সদস্য হিসেবে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ লেনদেন করেছেন। সংস্থাটির নিয়ম অনুযায়ী ঋণ গ্রহণের সময় জামানত স্বরুপ ঋণগৃহীতারা তাদের ব্যাংক আ্যাকাউন্টের চেক প্রদান করেন, যা তাদের ঋণ পরিশোধ হবার পরে ফেরত দেবার কথা। তবে ঋণ পরিশোধ করেও দীর্ঘদিন ধরে ঘুড়ে ঘুড়ে তারা তাদের ব্যাংক চেক ফেরত পায়নি। পরবর্তীতে তাদের চেকগুলো ডিজঅনার এর মাধ্যমে ঋণ খেলাপির দ্বায়ে কাওকে মামলা ও কাওকে উকিল নোটিশ পাঠিয়েছেন তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস)। কেউবা জামিনদার হয়েও মামলা খেয়েছে।

বিষয়টি নিয়ে হতাশাগ্রস্থ্য হয়ে দ্বাড়ে দ্বাড়ে ঘুড়ছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভেগী রাজু আহমেদ বলেন, আমি তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস) থেকে ঋণ নিয়ে তা যথাযথ সময়ে পরিশোধ করে আমার জমা রাখা ব্যাংক চেক তাদের থেকে ফেরত চাই। তারা ফেরত দিবে বলে মাসের পর মাস আমাকে ঘুড়ায়। অবশেষে সেই চেক এর ডিজঅনার করে তারা আমার বিরুদ্ধে মামলা করেছে হয়রানি সহ বিভিন্ন হুমকি দিচ্ছেন। সংস্থাটির এমন প্রতারণার শিকার আমরা ১৫ জন একত্রিত হয়ে নওগাঁ জেলা প্রশাসক, সেনাবাহিনী ক্যাম্প, নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করি। এবং এর পাশাপাশি সমগ্র দেশবাসি ও সরকার এর কাছে বিষয়টি তুলে ধরতে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা প্রত্যেকে তৃউস এর প্রতারণায় বিপদগ্রস্থ্য। আইনানুগ তদন্তের মাধ্যমে আমরা এর সঠিক বিচার চাই।

সংবাদ সম্মেলনে আরেক ভুক্তভোগী নাজমা জানান, আমি তৃণমূল উন্নয়ন সংস্থা থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলাম। ৩ মাস ১০ দিনে তাদের ১ লাখ ১৫ হাজার টাকা সুদ সহ শোধ করি পুরো টাকা, পরে কিস্তির লোক অডিট এর কথা বলে আমার কাছে থেকে জমার বই নিয়ে যায়, বই ও চেক ফেরত চাইলে বলে পরে দিবো। এরপর কয়েকমাস তাদের পিছু ঘুড়ে বই-চেক পাইনী। পরে হঠাৎ তারা আমাকে ৩ মাস পর পর মোট তিনটি উকিল নোটিশ পাঠায়। পরে শুনি আমার নামে মামলা হয়েছে। চলতি মাসের ২৫ তারিখে আমার জামিন নিতে হবে। এ বিষয়ে তৃউস এর মালিকের সাথে দেখা করলে তিনি নতুন করে শীট দেখিয়ে বলেন যে আমার নামে ঋণ নেওয়া হয়েছে। অথচ আমি সে ঋণটা কিন্তু পরিশোধ করিনি। তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি এর বিচার চাই।

সাম্প্রতিক নওগাঁয় ”দোয়েল সমিতি’, বন্ধু মিতালি ফাউন্ডেশন, পদ্মা, সূর্য মুখি সহ বেশ কয়েকটি সমিতি সাধারণ সদস্যদের শত শত কৌটি টাকা আত্মসাৎ করে অফিস ফেলে পালানোর ঘটনায় ইতমধ্যে অন্যান্য সমিতির সদস্যদের মাঝে হতাশা বিরাজ করছে। এর মাঝে তৃণমূল উন্নয়ন সংস্থা (তৃউস) এর এমন কর্মকাণ্ডে হতবাগ নওগাঁর নাগরিক সমাজ।


এই বিভাগের আরও খবর