ইবি (কুষ্টিয়া) থানা পুলিশের অভিযানে তিন জন আসামি গ্রেফতার। আসামিদে মধ্যে জিআর ওয়ারেন্ট ভুক্ত ০১ (এক) জন এবং সিআর ওয়ারেন্ট ভুক্ত ০২ (দুই) জন।
শুক্রবার (১৬ নভেম্বর’)কুষ্টিয়া পুলিশ সুপার মো মিজানুর রহমান এর দিকনির্দেশনায় ইবি থানা অফিসার ইনচার্জ নেতৃত্বে দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ইবি জিআর-১০৯/২২ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ১। মোঃ লাল্টু হোসেন, পিতা-মোঃ হায়দার আলী, সাং-গজনবীপুর,
সার্টিফিকেট কেস নং-২৮/২১ (সিআর) এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ২। আলেকজান্ডার, পিতা-মৃত আব্দুল করিম, সাং-বিত্তিপাড়া,
ইবি সিআর-৭৩/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী ৩। জিহাদ হোসেন শিশির, পিতা-মোঃ মনিরুজ্জামান, সাং-পদ্মনগর, সর্ব থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করেন।
পরবর্তীতে আসামিদের কোর্টে পেরন করা হয়েছে।