কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয় অস্ত্র গোলাবারুদসহ তিন জনকে আটক করেছে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া সেনাক্যাম্পে পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার রাত ২ টার থেকে শুক্রবার ভোর৬ টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এ সময় আরিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়ি তল্লাশি চালিয়ে পাঁচটি অগ্নেয়াস্ত্র বেশ কিছু গোলাবারুদ ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন জানানা বৃহস্পতিবার মধ্য রাত হতে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনির সদস্যর জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র বেশ কিছু গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়।নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং সামনে আরো এই অভিযান অব্যাহত থাকবে।