শিরোনাম
কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

ব্যবসার লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ

মো. রাজু আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধি
আপলোড সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বন্ধু এবং নিকট আত্মীয়ের কাছ থেকে ব্যবসায় অধিক মুনাফা দেয়ার কথা বলে কোটি টাকা নিয়ে লোক চক্ষুর আড়ালে আছে রূপগঞ্জের রূপসী এলাকার বাসিন্দা মো. আবদুল কাদির ভুঁইয়া রাজিব এবং চাঁদপুরের মো. মনির হোসেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মো. ফয়সাল সরকার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাঞ্ছারামপুর আদালতে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দিলে ১ নম্বর আসামি মো. মাহিরুল ইসলাম (৪০) কে পুলিশ গ্রেপ্তার করে। মাহিরুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের মৃত মো. জহিরুল হকের ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে রয়েছেন। অপর আসামি আবদুল কাদির ভুঁইয়া রাজিব (৪০) রূপগঞ্জের রূপসী বাগবাড়ি এলাকার মৃত আবদুল মতিনের ছেলে ও মো. মনির হোসেন (৩৬) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচীপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
রূপগঞ্জের বরপা বাস স্ট্যান্ড এলাকায় অটোমেটিভ মার্কেটিং সলুশনস বিডি নামক লুব্রিকেন্ট ব্যবসাটি আসামি মো. মাহিরুল ইসলাম (সিইউ) অপর পলাতক রাজিব ও মনির পরিচালনা করে। তারা তাদের ব্যবসায় বিনিয়োগ করলে সবাইকে টাকার অনুপাতে বিপুল পরিমাণে লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখায়। তারা দামী গাড়ি ব্যবহারসহ বিপুল পরিমাণে লভ্যাংশ দেয়ার অভিনব কৌশল দেখায় মো. কাদির ভুঁইয়া রাজিব। তিনি সবাইকে বলতো লেন-দেনের বিষয়ে যেন অন্য কেউ না জানে। কারণ তারা সবার সাথে লেনদেন করবে না।
মামলার অভিযোগে জানা গেছে, মাহিরুল ইসলাম চেয়ারম্যান এবং আবদুল কাদির ভুঁইয়া রাজিব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তারা দুজন প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে মো. ফয়সাল সরকারের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। তিনশত টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র হলেও তারা চেক প্রদানে গড়িমসি করে। চাপের মুখে কয়েকটি চেক প্রদান করলেও ব্যাংকে গিয়ে বাদী ফয়সাল কোনো টাকা উত্তোলন করতে পারেনি। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারায় বাদী সাক্ষীগণকে সাথে নিয়ে আসামিদের সাথে দেখা করলে আসামিরা সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে অফিস থেকে বের করে দেন। বাদী স্থানীয়ভাবে বসে মীমাংসা করার বহু চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ায় অবশেষে আদালতের শরণাপন্ন হন।
মামলার বাদি ফয়সাল ছাড়াও এলাকার বহু চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রলোভন দেখিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। অনেকে তাদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে ওই জালিয়াতচক্রের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী ফয়সাল।
রূপগঞ্জের তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির জানান, আব্দুল কাদির ভুঁইয়া রাজিবসহ তার সহযোগিরা এলাকার বহু লোকজনের কাছ থেকে ব্যবসায়ীক পার্টনার ও লভ্যাংশের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 


এই বিভাগের আরও খবর