বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে।
চিকিৎসকদের পরামর্শে প্রথমে (যুক্তরাজ্য) নেওয়া হবে এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়া প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আবারো সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি’র আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অসুস্থতা নিয়ে তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছে। এখন তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশ থেকে চিকিৎসকরা অমেরিকা ও জার্মানিতে চিকিৎসা নিতে বলেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হবে।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হবে।