লালমনিরহাটের গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষে ৪৫টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সাথে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপপরিচালক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার মোছাঃ দৌলতুন নেছা।
এ সময় ৪৫ জন প্রশিক্ষনার্থী, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে ৪৫ জন হিসাব সহকারীকে ৫টি করে রেজিস্ট্রার খাতা ও ফরম প্রদান করা হয়।