নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের একটি লেকপাড়ে খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের মাথা, দুটি হাত, বাম পা, বাম উরু, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি আলাদা পলিথিনে মোড়ানো ছিল। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। তবে লাশটি একজন পুরুষ ব্যক্তির বলে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক জামান মিয়া বলেন, বুধবার সকাল সকাল থেকেই রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তরপাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকপাড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ওই খন্ডিত লাশে অংশগুলো উদ্ধার করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষ ব্যক্তির খন্ডিত অংশ দেখা যায়। লাশটি ৬ খন্ডে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ৬টি খন্ড করে পলিথিনে মুড়িয়ে এখানে ফেলে গেছে।
ওসি লিয়াকত আলী আরো জানান, মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। সিআইডির একটি দল ঘটনাস্থল এসে লাশের নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।