কুষ্টিয়া র্যাব-১২, অভিযানে চাঞ্চল্যকর ঝিনাইদহের ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই মামলার অন্যতম আসামি আবু হেনা মোস্তফা কামাল গ্রেফতার।
কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১২ নভেম্বর কুষ্টিয়া মিরপুর থানাধীন আমলা মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে স্টেডিয়াম মার্কেটে থকে আসামিকে গ্রেফতার করে। আবু হেনা মোস্তফা কামাল মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের গোলাম রহমানের ছেলে আসামি আন্তজেলার ছিনতাইকারীর সদস্য তার বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহে একাধিক মামলা রয়েছে।
গত ৩০ জুলাই ঝিনাইদহের সদর কেসি কলেজের পাশে সামনে পাঁকা রাস্তার উপর তিন চার জন ছিনতাইকারী একজন স্বর্ণ ব্যবসায়ীর নিকট হতে ২ কোটি টাকার স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন ও পুলিশ ০১ জনকে আটক করেন এবং বাকি ছিনতাইকারী পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ঝিনাইদহ সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়, পরবর্তীতে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।