র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং ভেড়ামারা থানা পুলিশ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাক প্রতিবন্ধী অপহরণ মামলার প্রধান আসামি মোঃ আছান মন্ডল গ্রেফতার।
ঘটনা সূত্রে জানা যায় গত ০৯ নভেম্বর বাক প্রতিবন্ধী মোছা: শিরিন বকুল(২৩), পিতা-মোঃ শুকুর আলী, সাং-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া সে তার একই গ্রামে খালুর বাসা বেড়াতে যায় এবং সেখানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে একই দিনে বিকাল ৪ সময় গান-বাজনা শুনে বাড়িতে ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে গত ১০ নভেম্বর ভোর ৬ ঘটিকার সময় আসামিরা কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন কামালপুর মাদিয়া গ্রামের রেলওয়ে ওভার ব্রীজের নিচে পাকা রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা বাদী হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ৭/৩০। উক্ত মামলার প্রেক্ষিতে পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতারের চেষ্টা শুরু করে। সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল এবং ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১ নভেম্বর “কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন ক্লিক মোড় এলাকা হতে অপহরণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ আছান মন্ডল (৫০), পিতা-মৃত বুধু মন্ডল, সাং-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।