শিরোনাম
কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত কুষ্টিয়ার সিমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি এই দেশে আর ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ভারতীয় নাগরিক আটক সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হার না মানা একজন উদার মনের মানুষ ইকবাল হোসেন এর  স্বপ্ন  বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত- ৩০

রানা অর্ণব (ফরিদপুর) প্রতিনিধি
আপলোড সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ৩০ জন গ্ৰামবাসি আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরৈবাড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এলাকার পরিস্থিতি থমথমে ভাব বিরাজ করেছে। গ্ৰামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন হাসমত হাওলাদার (৬৫), আবুল হোসেন মাতুব্বর(৬০), লতিফ হাওলাদার (৬০) ও রাজু চৌধুরী (২৯)। এছাড়াও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জুবায়ের হাওলাদার (৩২), পান্নু মাতুব্বর (৫০), ওবায়দুর রহমান (৪০), রসমত হাওলাদার (৪৪), আবু জাফর হাওলাদার, রুবেল চৌধুরী (৩৫), মিন্টু খান (৪৪), নাসির চৌধুরী (৪৪), শরীফ খান (২৭), রফিক চৌধুরী (২৭), রুবেল হাওলাদার (৩৫), ইয়াসিন (২৩)।
গ্রামবাসী জানায়, সরইবাড়ী গ্রামের ফিরোজ খাঁন ও বতু হাওলাদার গ্রুপের সাথে আধিপত্য বিস্তার নিয়ে হাবিব তালুকদার গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে হাবিব তালুকদার গ্রুপের হাসমত ও আবু জাফর তালুকদারের পুকুরে থেকে মাছ ধরে নিয়ে যায় খাঁন গ্রুপের বতু ও ছিরু হাওলাদারের লোকজন। এই মাছ ধরাকে কেন্দ্র করে রবিবার হাতাহাতি ও মারামারি হয় ।
মারামারির ঘটনার সূত্র ধরে সোমবার সকালে হাসমত কারীকে একা পেয়ে মারধর করে। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৩০ জন লোক আহত হয়।
এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান জানান, আজ সরৈবাড়ী গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশের ২টি টিম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেন নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর