লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রেললাইনের পাশে ধান মাড়াইয়ের সময় ট্রেনের ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মোবারক হোসেন (৬৫), মকবুল হোসেন (৬২) ও একই এলাকার ইসলাম নগরের আব্দুল ওহাব (৪৫)।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগরে রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন কৃষকরা।
কয়েকজন কৃষক রেললাইনের ওপর এবং রেললাইন ঘেঁষে দাঁড়িয়েছিলেন। ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি কৃষকরা।
এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ৭১৩/৭১৪ নম্বর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কৃষকদের ধাক্কা দেয়। এতে চার কৃষক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের চারজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পরে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারনে লাইনের উপরর ছিলো তা তদন্ত করে বলা যাবে। আমরা তদন্ত করর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।