বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ৭ নভেম্বরের চেতনা আর ৫ আগষ্টের চেতনা একই, তা হলো মুক্ত বাংলাদেশ, গনতান্ত্রিক বাংলাদেশ আর বৈষম্যহীন বাংলাদেশ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। রোববার বিকেলে রেলওয়ে শ্রমিক দল কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় চত্বরে এসে শেষ হয়।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।