নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
দ্রব্যমূল্য জনগনের নাগালের মধ্যে রাখতে গত অক্টোবর ২০২৪ মাসে এ জেলায় ১৯ টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা। হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হচ্ছে। নওগাঁ জেলায় ১লা নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক পন্যসংযোগ করা হয়। জেলার ১১ টি উপজেলা এবং তিনটি পৌরসভাতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে ভোলে অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় নিষিত পলিথিন ব্যাবহারের জন্য মোট ১৭ টি মামলায় ১৫,৬০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা/ফ্রি হইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা/থ্রি হুইলার নওগাঁ শরে প্রবেশ নিষিত ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এ জেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। জেলার মোট ৭৫৮ টি পূজামন্ডপের প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা/আইপি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন, গুরুত্বপূর্ণ মন্ডপে পুলিশ সদস্য মোতায়েন করাসহ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত টহললসহ সীমান্তে বিজিবির টহল ছিলো।
বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসে এ জেলায় ১৫২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১০ টি মামলায় ৬,৫৯,৯৫০/- টাকা অর্থদন্ড এবং ১৪০ জনকে কারাদন্ডের দণ্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গত দুই মাসে ৩৩১৭ টি অভিযান পরিচালনা করে ২১৪ টি মামলায় ২৩৪ জনকে আটক করা হয়েছে এবং ২,৬৭,৩৯,০৯২/- টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযানসহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনা মোতাবেক ৬ জানুয়ারি ২০০৯ হতে ০৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত নওপ্ট জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে।
নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে।
নওগাঁ জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।
সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সর্বাত্মক প্রচেস্টায় নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গয়েন্দা নজরদারিসহ জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।
এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা, র্যাব. প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।