কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চাঞ্চল্যকর আলোচিত জোরপূর্বক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ৫০ বছর বয়সি ইসমাইল সদ্দার গ্রেফতার।
গত ২৮ সেপ্টেম্বর জেলার ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়, যার মামলা নং-১০ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১)। উক্ত মামলার প্রেক্ষিতে পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ নভেম্বর গভীর রাতে জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজারের মেইন রাস্তা সংলগ্ন আশিকের চায়ের দোকান হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি ইসমাইল সরদার (৫০), পিতা-মৃত মুক্তার সরদার, সাং-ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।