শিরোনাম
কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত কুষ্টিয়ার সিমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি এই দেশে আর ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ভারতীয় নাগরিক আটক সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হার না মানা একজন উদার মনের মানুষ ইকবাল হোসেন এর  স্বপ্ন  বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
আপলোড সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন ২০২৪।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনে সাংগঠনিক সভার মধ্যে দিয়ে ১ম পর্বের সভা অনুষ্ঠিত হয়।
পাঠাগার সংগঠক অ্যাডভোকেট নাজমুল হক সিকদার এর সভাপতিত্বে পাঠাগার সম্মেলনের সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন সম্মলিত পাঠাগার আন্দোলনের সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার, বইবন্ধু ইমদাদুল হক খোকন, পাঠাগার সংগঠক সাইফী আনোয়ার আজিম, এডভোকেট মুজিবুল হক, এডভোকেট শিপ্ত বড়ুয়া, শাহাদাত হোসেন রিকাউন, অমর বড়ুয়া, আরকে শামীম পাটোয়ারী, অরুণোদয় চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মোশাররফ হোসেন।

সাংগঠনিক সভা শেষে সর্বসম্মতিক্রমে এডভোকেট মুজিবুল হককে সভাপতি ও শাহাদাত হোসেন রিকাউনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট সম্মিলিত পাঠাগার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি আব্দুস সালাম সরকার, অধ্যাপক সুধীর বরণ দেব, সহ সাধারণ সম্পাদক মীর মোঃ ফেরদৌস আলম সেলিম,
সাংগঠনিক সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, দপ্তর দম্পাদক রিমন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শিপ্ত বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ইয়াঙ্গুন ব্রো, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাসেদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল করিম, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আব্দল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ড. শ্যামল কান্তি দত্ত, সমাজ সেবা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য অমর বিকাশ তচংজ্ঞা, মোঃ মুরাদ, স্বর্ণালী আচার্য্য।

বিকাল ৪ টায় আঞ্চলিক সাহিত্য বিকাশে পাঠাগারের ভূমিকা শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়।
সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আবদুস ছত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষবিদ অধ্যাপক আবুল মোমেন। এসময় লেখক ও গবেষক নূরুল আনোয়ার,
অধ্যাপক দিপক চাকমা, সাংস্কৃতিক কর্মী হাসান রুমী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পাঠাগার সংস্কৃতি, সভ্যতা ও মানুষের মনুষ্যত্ব বিকাশের পথকে সুগম করে।
পাঠাগার সত্য ও জ্ঞান আহরণের তীর্থস্থান, গবেষণাগার, সমাজের প্রজ্জ্বলিত প্রদীপ, জ্ঞান বিজ্ঞানের আলোর মশাল।
মানুষ চিরদিন আলোর সন্ধানী। আলোর দিকে, সত্যের দিকে, উন্নতি ও সফলতার দিকে মানুষ সদা ধাবমান। আলোর পথে এগিয়ে মানুষ হতে চায় আলোকিত মানুষ।
নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। আর এই বই পড়ার আনন্দ আশ্রম হলো পাঠাগার।


এই বিভাগের আরও খবর