খুলনায় সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ির চরে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিএম শহীদুল ইসলাম খুলনা গেজেট অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের খুলনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি গোয়ালবাড়ি গ্রামের রুহুল আমিন ভুইয়ার ছেলে।
আহত সাংবাদিক বিএম শহীদুল ইসলাম জানান, গোয়ালবাড়ি পরামানিক বাড়ির পাশে চিহ্নিত কয়েকজন ব্যক্তি কাঠ পুুড়িয়ে কয়লা বানানোর চুলা তৈরি করছিল । এটি পরিবেশের জন্য ক্ষতিকর এ চুলা তৈরি করা অবৈধ ছিল। সম্প্রতি রূপসার ইউএনও জানতে পেরে চুলা তৈরি করা বন্ধ করে দেন। এ বিষয়টি ভুক্তভোগী কেউ ইউএনওকে জানালেও ওই ব্যক্তিরা তাকে সন্দেহ করে।
কিন্তু ওই ঘটনার জেরে গত রাতে তিনি বাড়ির পাশের মসজিদে এশার নামাজ আদায় শেষ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। কিছু বুঝে উঠার আগে ৩০/৩৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার শরীরে দেশি তৈরি অস্ত্র ও হাতুড়ি আঘাত করে । পূর্ব রূপসা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ শফিকুল ইসলাম হামলায় সরাসরি নেতৃত্ব দেন। হামলার হাত থেকে নিজেকে রক্ষার জন্য মসজিদ সংলগ্ন একটি বাড়িতে আশ্রায় নেন। পরবর্তীতে স্থানীয়রা রূপসা থানায় বিষয়টি জানান।
খুলনা গেজেট পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সাথে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রূপসা থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধির নাম 























