স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না তা সে যতো প্রতাপশালী হোক না কেন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী সে যে দলেরই হোক তাকে গ্রেপ্তাতার করে আইনের আওতায় আনা হবে। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি যাতে না হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিকশাগুলো যাতে প্রধান সড়কগুলোতে আসতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। এই মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন-মোহাম্মদপুর এলাকা খুবই ঝামেলাপূর্ণ ছিল। এখন আগের চেয়ে অনেক শান্ত রয়েছে।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ট্রাফিক বা যানজট নিয়েও সমস্যা রয়েছে। রাস্তা থেকে দোকানপাট সরানোর আলোচনা হয়েছে। অনেক জায়গায় ফুটপাত ছেড়ে রাস্তায়ও দোকানপাট বসানো হয়।’ এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।