কুষ্টিয়ায় জেল ভেঙে পালানো আসামি মেহেদী হাসান মিঠুকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র্যাব ১২। কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ৫ নভেম্বর গভির রাতে কুষ্টিয়া ভেড়ামারা ফায়ার সার্ভিস মোড়ে সাতবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে হতে জেল পলাতক মামলার আসামি মেহেদী হাসান মিঠুকে গ্রেফতার করে। মেহেদী হাসান মিঠু ভেড়ামারার সাতবাড়িয়া পূর্ব পাড়া মৃত শরিফুল ইসলামের ছেলে।
উল্লেখ্য গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগস্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ৫ নভেম্বর রাত ২০:৪০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ফায়ার সার্ভিস মোড়ে সাতবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে” হতে জেলা পলাতক মামলার এজাহার নামীয় ৬০নং আসামি হাজতী নং-১৮২৩/এ মোঃ মেহেদী হাসান মিঠুন কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া র্যাব ১২ ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।