লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আহসান হাবিব। সভার সভাপতিত্ব করেন, সাবেক আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা মোঃ খয়বর আলী। সকলের মতামতের ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে তাঁতিদলের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ খয়বর আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুক্তু মিয়া।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহ আলম, সিনিয়র সহসভাপতি মোঃ নুরুজ্জামান, চন্দ্রপুর নিবাসী এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কোষাধক্ষ চাপারহাটের বিশিষ্ট ব্যবসায়ী নুর আমিন, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কানাই চন্দ্র রায় ।
সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সকল সদস্য দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা এলাকার উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।