শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

আ. লীগের বিচার চায় বিএনপি, দেশ-জাতির মঙ্গলে দ্রুত নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। তবে রাজনৈতিক দল নিষিদ্ধের ভার জনগণের ওপর ছেড়ে দেয়ার পক্ষে দলটি। জুলাই বিপ্লবে দেশজুড়ে গণহত্যার দায়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হয়। এমন প্রেক্ষাপটে দাবি ওঠে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের। ছাত্র-শ্রমিক জনতার ব্যানারে দাবি তোলা হচ্ছে, জাতীয় পার্টি নিষিদ্ধের। এসব দাবির বিষয়ে জানতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, জনগণই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নিয়ামক। নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন। গণহত্যার জন্য অবশ্যই বিচার হতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সঠিকভাবে বিচার হচ্ছে। তবে এটি অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে। সম্প্রতি বিএনপি নেতাদের কারও কারও বক্তব্যে আসছে, এক-এগারো সরকারের অভিজ্ঞতার কথা। তাহলে ‘মাইনাস’ রাজনীতির শঙ্কা কি এখনও আছে দলটির?

এ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে ভূ-রাজনৈতিক প্রভাব বড়ভাবে পড়েছে। সেই জায়গা থেকে বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া হয়েছে। অনেকে আবার সেই লাইনে চিন্তাও করেন। তবে আমার মনে হয়, এই আন্দোলনগুলো বিশেষ করে আমাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে এসব প্রচেষ্টা-চক্রান্তের বেশিরভাগই পরাজিত হয়েছে।

বিএনপি মহাসচিবের মতে, ফ্যাসিবাদী শক্তির পতনের পরও দেশ সংকটমুক্ত নয়। যত দ্রুত নির্বাচন, ততই দেশ ও জাতির মঙ্গল। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ হওয়া যাবে, তত দেশ-জাতি লাভবান হবে। এখন যত সংকট তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচিত সরকার ভালোমতো সমাধান করতে পারবে।সংস্কার ও নির্বাচনের দাবি সাংঘর্ষিক নয়। রাজনৈতিক ঐক্যমত ছাড়া সংস্কার টেকসই হবে না বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে তার বক্তব্য, ব্যাপারটা কোনো সাংর্ঘষিক না। আমরা তখনও বলেছিলাম সংস্কার প্রয়োজন, তাই তো আমরা ৩১ দফা দিয়েছিলাম।


এই বিভাগের আরও খবর