কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মূখে মোটরসাইকেল ও অর্ধ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া-ঘোড়ামারা মাঠের সড়কে (৩ নভেম্বর) গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঔষধ কোম্পানি (একমি’র) এসআর হাফিজুর রহমান কে ৪/৫ জন ছিনতাইকারীরা তার গাড়ির গতি রোধ করে অস্ত্র দেখিয়ে মারধর করে তার কাছে থাকা মটর সাইকেল ও অর্ধ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় সড়কে পুলিশে টহল না থাকায় সাম্প্রতিক সময়ে প্রায়ই দিন এমন ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। শিতলাইপাড়া গ্রামের মোখলেসুর রহমান বলেন,গত রাত শনিবার উপজেলা বাজার সংলগ্নে লতিফমোড় এলাকায় বাড়ির গেটের ভিতর থেকে অস্ত্রের মুখে ব্যবসায়ীর টাকা ছিনতাই হয়। আগে রাতের বেলায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় পুলিশ টহল দিচ্ছিল। এখন আর রাতের বেলায় সড়কগুলোয় পুলিশের টহল দেখা যায় না। এ কারণে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন সড়কে ছিনতাই বেড়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়, এবং পুলিশ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অভিযান শুরু করেছে এই রাতে, পুলিশের টহল আরও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।