শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমান বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।রোববার বেলা ১১টায় রংপুর প্রেসক্লাস চত্বরে সচেতন নাগিরক, সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থী ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে নানা শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়া অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে।মাহফুজার রহমান তার যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন।তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।

মানববন্ধন সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, হাজী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী আকবর বাদল, বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জনাব জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি জনাব মোঃ আজহারুল ইসলাম, সাধারণ জনগণের পক্ষে লিয়াজুর রহমান, মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ ,আজিজুর রহমান, শিক্ষক, টিএমএসএস পলিটেকনিক ।

হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডাঃ মাহফুজার রহমান কোনো রাজনীতি করেনি।যার ফলে যোগ্যতা থাকা সত্যে এতো দিন পদায়ন পাননি। অন্তর্বতীকালীন সরকার তাকে মূল্যায়ন করে যোগ্যতার ভিত্তিতে রংপুর মেডিকেলে অধ্যক্ষ পদে পদায়ন করেছেন। সরকারি সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত। রংপুর মেডিকেল কলেজের উন্নয়নে, হাসপাতালের উন্নয়নে মাহফুজার রহমানের দরকার। কিন্ত তাকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে একটি চক্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মানববন্ধনে অংশ নেওয়া রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন, মাহফুজার রহমান রংপুরের সন্তান।যোগ্যতার ভিত্তিতে সরকার তাকে পদোন্নতি দিয়েছে। আবু সাঈদের ময়না তদন্ত করা চিকিৎসক ফরেনসিক বিভাগের প্রধান রাজিবুল ইসলাম গণঅভ্যুত্থান পরবর্তী নিজে বলেছিলেন সে সময়কার অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ অন্যান্য সহকর্মী তাকে রিপোর্ট তৈরিতে সহযোগিতা করেছিল পরবর্তী উপাধ্যক্ষ অধ্যক্ষ টদে পদন্নোতি পেলে ফরেনসিক বিভাগের প্রধান রাজিবুল ইসলাম তার কথা পরিবর্তন করে বলেন, সে সময়কার উপাধ্যক্ষ অধ্যপক ডাঃ মোঃ মাহফুজার রহমান তাকে সহযোগিতা করেননি।এ থেকে স্পষ্ট এটি ষড়যন্ত্র। এতে স্বার্থানেশী মহল উঠে পড়ে লেগেছে। মাহফুজার রহমান অধ্যক্ষ থাকলে তাঁরা অনিয়ম দুর্নীতি করতে পারবে না। তাই তাকে অধ্যক্ষ পদ থেকে তাড়াতে নানামুখী ষড়যন্ত্র, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান ডাঃ মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়।এ দিনই অধ্যক্ষের কক্ষে তালা ঝুলে দেওয়া হয়। তবে নব নিযুক্ত অধ্যক্ষ এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি বলে জানাগেছে।


এই বিভাগের আরও খবর