রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কে বসা অস্থায়ী দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১৫ জনকে আটক করা হয়।
শনিবার (২ নভেম্বর) বিকালে এ অভিযান চালানো হয়। এ সময় সড়কে মালামাল রেখে পালিয়ে যান অনেক ব্যবসায়ী। পরে মালামালগুলো জব্দ করে পুলিশ।পুলিশ জানায়, নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা করছেন। অনেকে মূল সড়কের একটি অংশ দখল করে মালামাল রেখেও ব্যবসা করছেন। ফলে এ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কে যান চলাচল করে ধীরগতিতে। এমন পরিস্থিতি আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঘটনাস্থলে নিউমার্কেট থানার ওসি মহসীন উদ্দিন সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আজ সড়ক থেকে দোকান তুলে দেওয়া হচ্ছে। যারা সড়কে দোকান বসাবেন, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলে দেবেন আপনারা। বলবেন, আপনারা (ব্যবসায়ীরা) এখানে দোকান রাখতে পারবেন না। এখানে দোকান রাখার কোনো সুযোগ নেই।’