কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক ৩টি অভিযানে অস্ত্র- গুলিসহ, ফেনসিডিল এবং গাজাসহ ৪ যুবকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ইনসাফ নগর, ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এবং ক্রোফটনগর স্কুলের পেছনে ওই অভিযান চালানো হয়।
অভিযানে একটি দেশীয় অস্ত্র ও ৬ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল, এবং ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ ৪জনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গভীর রাতে একযোগে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় চিলমারীর ইনসাফনগর এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করলে মোটরসাইকেলের আরোহী ফয়সাল মন্ডল এবং লাবু ফকির মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
অপর দিকে মহিষকুন্ডি এলাকার ডাংমড়কা চেকপোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়। রাশিদুল ইসলাম দৌলতপুরের প্রাগপুর এলাকার আব্দুল কায়য়ুম উদ্দিনের ছেলে।
আরেকটি অভযান পরিচালনা করা হয় ক্রোফডনগর স্কুলের পেছনের বাঁশ বাগানে। সেখান থেকে এক কেজি ৮০০ গ্রাম গাজাসহ দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সৌরভ হোসেনের ছেলে আল মামুন ইমন, ক্রোফডনগর গ্রামের খবির উদ্দিনের ছেলে রাজিব হোসেন এবং আলী হাসানের ছেলে মুরাদ হোসেনকে গ্রেফতার করে।
পরে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা করে তাদেরকে মাদকসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।