গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯এর জনসচেতনতা বৃদ্ধিকরণে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাপার্ডের মহাপরিচালক (যুগ্মসচিব) আ.স.ম হাসান আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, উপপরিচালক মোর্শেদ হাসান মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সাংবাদিক জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।