শিরোনাম
৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক ছবি ও অ্যাপ ডিলিট ছাড়াই আইফোনের স্টোরেজ খালি করুন! কোস্ট গার্ড উপকূলীয় জনগণের নিকট আস্থার প্রতীকে পরিণত : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার বেনাপোলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত  সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১ মিরপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি ঘোষনা নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন  সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা

রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট
আপলোড সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্য বাহী  চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক  বাবু সুকুমার রায়কে গত বুধবার,৩০ অক্টোবর  কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিদায়ী লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন তার  সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা। এরকম আবেগ ঘন মধ্যেই বিদায় নিয়েছেন শিক্ষক সুকুমার বাবু।

দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের সংসারের মতো আগলে রেখেছিলেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামালও দিয়েছেন। জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে। গতকাল বুধবার এই সিনিয়র সহকারী শিক্ষককে ফুলের মালা পরিয়ে,লালগালিচা সংবর্ধনায় বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সুকুমার বাবু। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদে শিক্ষার্থীসহ উপস্থিত অন্যরাও। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সজ্জিত মাইক্রোবাস যোগে মোটরসাইকেল বহর নিয়ে  হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামে তাহার নিজ বাড়িতে  পৌঁছে  দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সুকুমার রায় বলেন ‘এই বিদ্যালয় ছিল আমার সংসারের মতো। মনে হতো এটাই আমার সবকিছু। এখানের গাছপালা, লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে,আছে হাজারো স্মৃতি”।

অনুষ্ঠানে শিক্ষক সুকুমারকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। মানপত্র পাঠ, ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে  শ্রেণি ভিত্তিক ও ব্যক্তিগত ভাবে শিক্ষার্থীগণ তাদের প্রিয় স্যারকে উপহার সামগ্রীও  প্রদান করেন। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিদায়ী অনুষ্ঠানে অত্র কলেজের সহঃ অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শেখ আবদুল আলিম, গভর্নিং বডির বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক,শিক্ষিকা, প্রভাষক,কর্মচারী ও শিক্ষার্থীগণ সহ বিপুল সংখ্যক আমন্ত্রিত সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। বিদায়ী শিক্ষক সুকুমার রায়ের  কর্মময় জীবনের  উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,  প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল আলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  বারাজান হাইস্কুলের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার রায়, কান্তেশ্বর  মহিলা কলেজের সহঃ অধ্যাপক মিনহাজ উদ্দিন, গভর্ণিং বডির সদস্য শফিকুল ইসলাম, ডা. ইন্দ্রজিৎ রায়, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আক্কেল আলী মাস্টার, রংপুর সমাজ কল্যাণ বিদ্যাবিথী স্কুল ও কলেজে অধ্যক্ষ মোঃ মফিজার রহমান প্রমুখ।

প্রসঙ্গত, দেশের  বর্তমান প্রেক্ষাপটে  যেখানে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হওয়ার  খবর পাওয়া যায় অহরহ। সেখানে একজন শিক্ষককে লাল গালিচা সংবর্ধনা প্রদান -এমন বিরল ঘটনায় উচ্ছ্বসিত এলাকাবাসি ।

 


এই বিভাগের আরও খবর