শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

যশোরে ‘পথিক’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ তাজউদ্দীন আহম্মেদ বাঁধন
আপলোড সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কবি ও কথাসাহিত্যিক শাহরিয়ার সোহেলের সম্পাদনায় প্রকাশিত এবং ‘পথিক সাহিত্য পরিষদ’এর মুখপত্র সাহিত্য পত্রিকা ‘পথিক’ এর ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) ভাস্কর্য চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে ও শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এম এ কাসেম অমিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ, এম এন এস তুর্কি, শরিফুল আলম ও কাজী নূর।

‘পথিক’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এম এ কাসেম অমিয় বলেন, ‘বাংলা সাহিত্যে যশোরের মাটি উর্বর। মহাকবি মাইকেল মধুসূদন সহ অনেক গুণী কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এ মাটিতে। এছাড়া যশোরের প্রকৃতিতে সাহিত্যের অনেক উপাদান ও রস রয়েছে। যা সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক এসব সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। এর বাইরেও ভালো লিখতে হলে আমাকে পড়তে হবে, জানতে হবে। কারন ভালো না জানলে তো ভালো লিখতে পারব না। তাই জ্ঞান অর্জন করতে অন্যের বই আমাকে পড়তে হবে। বই পড়ার বিকল্প নেই।’
বিশেষ অতিথির বক্তব্যে রকি মাহমুদ বলেন, ‘কেউ আপনার লেখা পাঠ করবে, ভালো হয়েছে বলবে। আবার কেউ কেউ সমালোচনা করবে। এজন্য দমে গেলে চলবে না। সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরী রাখতে হবে। নিয়মিত লিখে যেতে হবে। একদিন সফলতা আসবেই।’

বিশিষ্ট কবি ও গবেষক রবিউল হাসনাত সজল তার বক্তব্যে বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শামসুর রাহমান, মানিক বন্দোপাধ্যায় থেকে সৈয়দ হক —সবাই বই পড়েছেন। পাঠাভ্যাসের মাধ্যমে একজন লেখকের চিন্তা ও মননের জগৎ প্রসারিত হয়, রঙিন হয় তার স্বপ্নগুলো। তাই আমরা যারা লেখক হতে চাই তাদের অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ে ভালো লেখক হওয়া যায় না বলে আমি মনে করি।’

‘পথিক’ প্রকাশনা উৎসবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও গবেষক রবিউল হাসনাত সজল, কবি কাজী নূর, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু প্রমুখ।


এই বিভাগের আরও খবর