ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কালীগঞ্জে “শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল”টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুরাতন পরিষদ মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয়েছে “শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল” টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

মঙ্গলবার, ২২ অক্টোবর রাত ৯টায় এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। চন্দ্রপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে, যার মধ্যে “চন্দ্রপুর ব্যবসায়ী ফুটবল একাদশ” এবং “রংপুর লিজেন্ড ফুটবল একাদশ” ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে রংপুর লিজেন্ড ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে চন্দ্রপুর ব্যবসায়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে ১৭ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দলকে ৩,৫০০ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আক্কেল আলী মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির।

এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী আল আবু সালেহ মুসা জঙ্গী, আহসান হাবিব প্রিন্স, ইন্সপেক্টর অব পুলিশ, এসবি, ঢাকা। সহযোগিতায় ছিলেন সৌদি প্রবাসী মো. এনামুল হক ও মো. আতিকুল ইসলাম। আয়োজক কমিটির সভাপতি ছিলেন মো. মাসুদ রানা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট, চাপারহাট।

দর্শকরা দীর্ঘদিন পর এমন একটি খেলা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, মাদক থেকে দূরে থাকা এবং সমাজ ও রাষ্ট্র গঠনে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া কলেজের ছাত্র শহীদ মো. আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান

কালীগঞ্জে “শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল”টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুরাতন পরিষদ মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয়েছে “শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল” টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

মঙ্গলবার, ২২ অক্টোবর রাত ৯টায় এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। চন্দ্রপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে, যার মধ্যে “চন্দ্রপুর ব্যবসায়ী ফুটবল একাদশ” এবং “রংপুর লিজেন্ড ফুটবল একাদশ” ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে রংপুর লিজেন্ড ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে চন্দ্রপুর ব্যবসায়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে ১৭ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দলকে ৩,৫০০ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আক্কেল আলী মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির।

এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী আল আবু সালেহ মুসা জঙ্গী, আহসান হাবিব প্রিন্স, ইন্সপেক্টর অব পুলিশ, এসবি, ঢাকা। সহযোগিতায় ছিলেন সৌদি প্রবাসী মো. এনামুল হক ও মো. আতিকুল ইসলাম। আয়োজক কমিটির সভাপতি ছিলেন মো. মাসুদ রানা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট, চাপারহাট।

দর্শকরা দীর্ঘদিন পর এমন একটি খেলা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, মাদক থেকে দূরে থাকা এবং সমাজ ও রাষ্ট্র গঠনে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া কলেজের ছাত্র শহীদ মো. আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।