রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা শ্রমিকদলের আয়োজনে রূপগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে তারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উবায়দুর রহমান সাহেলের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন।
এর আগে সংক্ষিপ্ত সভায় রূপগঞ্জ উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহ আলম কনক বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করে শুধু শপথই ভঙ্গ করেননি, শহীদদের আত্মার সাথে গাদ্দারি করেছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে পূর্ণবাসনের জন্য গভীর ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতি। তিনি নিজে পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। বিক্ষোভ মিছিলে উপজেলা শ্রমিক দল ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।