যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ মাসিলা বিওপির সদস্যরা মঙ্গলবার রাতে সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে একজন রোহিঙ্গা তরুণীসহ ০৩ জনকে আটক করেছে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,২২ অক্টোবর ২০২৪ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে ।
এ প্রেক্ষিতে আনুমানিক রাত ০১৪৫ ঘটিকায় বিজিবির মাসিলা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ মেইন পিলার ৩৯ / ১২ – এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে গদাধরপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সীমান্ত পারপারের চেষ্টার দায়ে একজন মায়ানমার ( রোহিঙ্গা ) তরুণী ও ০২ জন বাংলাদেশী তরুণীসহ ০৩ জন মহিলাকে আটক করতে সক্ষম হয় ।
আটককৃত রোহিঙ্গা তরুণী মোছাঃ রশিদা আক্তার ( ২৭ ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে , যার পরিবার গণনা নাম্বার- ৫০২৬৪০ , STI 190 04951 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নম্বর -13020171130120858 আটককৃত অপর ০২ তরুণীরা হলো- যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ লাহু গাজীর মেয়ে মোছাঃ স্বপ্না আক্তার ( ২৫ ) এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের মোঃ সিরাজ আলীর মেয়ে মোছাঃ রিতা আক্তার ( ২৪ )।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছিল । আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান , দীর্ঘদিন যাবত অবৈধ সীমান্ত পারাপার,মাদকদ্রব্য, অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে ।এর ধারাবাহিকতায় আজ একজন রোহিঙ্গা তরুণীসহ ০৩ জনকে আটক করা হয়েছে।