যশোর মনিরামপুরে ভবদাহ সুইচগেট স্থায়ী সমাধানের লক্ষ ভবদহ জলাবদ্ধতা যশোরের দুঃখ বলে বিবেচিত হয়।
১৯৮২ সালের পর থেকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার এই জনপদের মানুষ। এই সমস্যা নিরসনে আমাদের দাবীসমূহ নিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ কামরুল হাসান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব কামরুল আহসানের কাছে স্মারকলিপি প্রদান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সহযোদ্ধারা যশোর জেলায় সার্বিক উন্নয়নের স্বার্থে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবদহ জলাবদ্ধতা এবং জনভোগান্তি নিয়ে আমরা উদ্বিগ্ন!
সেজন্য আমরা নিন্মলিখিত দাবীসমূহ নিয়ে বাংলাদেশ সচিবালয়ে যাই-
১. ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানকল্পে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক। TRM চালুকরা এবং সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২. বিগত সময়ে ভবদহের জলাবদ্ধতা নিরসনে নেওয়া সকল প্রকল্পে দূর্নীতির সাথে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনতে হবে।
৩. আমডাঙ্গা খাল ১০০ মিটার প্রশস্থ করার লক্ষ্যে দ্রুত প্রকল্প গ্রহন এবং বাস্তবায়ন করতে হবে।
৪. ভবদহ সহ বারোয়ারি পয়েন্ট পর্যন্ত নদী খনন করতে হবে।
৫. ভবদহ সমস্যা নিরসনের সকল প্রকল্পের কাজ সেনাবাহিনী ও ছাত্র-জনতার অধীনে সম্পন্ন করতে হবে।
৬. প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং ওষুধ সরবরাহ করতে হবে।