নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ শ্রাবণ বাহিনীর প্রধান শ্রাবণসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এ সময় ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ-সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- তারাব পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মাসুদ ভুঁইয়ার ছেলে শ্রাবন, রহিম প্রধানের ছেলে সিয়াম প্রধান, সোহেল ভুইয়ার ছেলে শাহেদ ভুইয়া, রফিকের ছেলে বিজয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তারাব পৌরসভার তারাব বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শ্রাবণ বাহিনীর সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালনা হয়।
এসময় শ্রাবণ বাহিনীর প্রধান শ্রাবণসহ ওই চার ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।