যশোরে বেনাপোলে পোর্ট থানা পুলিশ , রোজ মঙ্গলবার(১৫ /১০/২০২৪) সকালে গোপণ সংবাদ এর ভিত্তিতে পোর্ট থানা পুলিশের একটি চৌকষ দৌলতপুর গ্রামে অভিযান চালায়। ঐ গ্রামের রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশে একটি পঁচা পানির পুকুর থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার উদ্ধার করে,বস্তার মধ্যে হতে ৩শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়,ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৬ লাখ টাকা।
পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া বলেন,”যশোরের পুলিশ সুপার মহোদয় এবং নাভারণ সার্কেলের এ এস পি মহোদয়ের নির্দেশনায় সীমান্তে চোরাচালান রোধে সরকারের অন্যান্য বাহিনী’র মত বেনাপোল পোর্টথানা পুলিশ সার্বক্ষনিক সতর্কাবস্থায় রয়েছে।
এরই ধাহাবাহিকতায় আজ সকালে গোপণ তথ্য পেয়ে থানার একটি আভিযানিক দল বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামে অভিযান পরিচালনা করে পানির মধ্য হতে উক্ত ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।