কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফারুক হোসেন নামের এক জেল পলাতক আসামিকে গ্রেফতার ।
গত ০৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া র্যাব-১২, একটি চৌকষ আভিযানিক দল গত রাতে জেলার দৌলতপুর ডাংমড়কা গ্রাম” হতে পলাতক আসামি ফারুক হোসেন কে গ্রেফতার করে। আসামী ফারুক হোসেন দৌলতপুর উপজেলার ডাংমড়কা পশ্চিম পাড়া গ্রামের হাবিবুর রহমান ছেলে। পরবর্তীতে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এন এইস সোহান কুষ্টিয়া : 
























